| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চায় দেশবাসী : ইসলামী আন্দোলন


নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চায় দেশবাসী : ইসলামী আন্দোলন


রহমত নিউজ     29 August, 2025     01:09 PM    


ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আধুনিক জাতিরাষ্ট্রে  নির্বাচন গুরুত্বপূর্ণ। আমরাও নির্বাচনের জন্য মুখিয়ে আছি। কিন্তু আজকের বাংলাদেশ একটি রক্তস্নাত বিশেষ পরিস্থিতিতে বিরাজ করছে। গত ২৪ এর জুলাইয়ে ছাত্র-জনতা রক্ত ও জীবন উৎসর্গ করেছে ৫৪ বছরের জঞ্জাল দুর করার জন্য, দেশ থেকে স্বৈরতন্ত্র থেকে চিরস্থায়ী মুক্তির জন্য। সেই বিষয়ে কোন রোডম্যাপ না দিয়ে পুরোনো বন্দোবস্তের নির্বাচনী রোডম্যাপ জুলাইকে অস্বীকার করার নামান্তর।

তিনি বলেন, রাজনৈতিক সংস্কৃতিসহ সামগ্রিক সংস্কারের জন্য অধির অপেক্ষা করছে। সংস্কারের জন্য নানা কার্যক্রম হয়েছে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সংস্কারের সকল চেষ্টাই এখন কাগুজে দলীলে পরিনত হয়েছে। মৌলিক সংস্কারের সামান্যতমও বাস্তবায়ন হয় নাই। তাই অন্য যে কোন রোডম্যাপের আগে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ দিতে হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট)  নির্বাচন কমিশন কর্তৃক কর্মপরিকল্পনা ঘোষণার প্রতিক্রিয়ায় মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন।

দিনি আরও বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া যায় নাই, সংবিধানে থাকা স্বৈরাচার তৈরির আইনী সুযোগ এখনো রোধ করা যায় নাই, বিগত ৫৪ বছরে চর্চিত অশুভ নির্বাচন ব্যবস্থার সংস্কার করা যায় নাই। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জাতির, আশা, আকাঙ্খা, উদ্বেগ-উৎকন্ঠাকে উপেক্ষা করে পুরোনো অশুভ রাজনৈতিক বন্দোবস্তকে জিইয়ে রাখার অপচেষ্টা ছাড়া কিছু না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচন কি বিদ্যমান নিয়মে হবে না পিআর পদ্ধতিতে হবে তা নিয়ে কোন সমাধান হয় নাই। অনেক রাজনৈতিক দল পিআর চাইছে। এর একটা সুরাহা হওয়ার আগেই এমন কর্মপরিকল্পনা ঘোষণা করার নৈতিক অধিকার নির্বাচন কমিশনের নাই।  রোডম্যাপে যা বলা হয়েছে তা প্রায় সবই নির্বাচন কমিশনের রুটিন ওয়ার্কের অংশ। পিআর পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি নিয়ে জনতার দাবীর বিষয়ে আলোচনার কোন সূচি রাখা হয় নাই। নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখও বলা হয় নাই। একটি সারবস্তুহীন স্মার্ট এই উপস্থাপনার লক্ষ নিয়ে আমরা সন্দিহান। জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর নিয়ে যে আলোচনা তা ধামাচাপা দেয়ার একটা প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন; ভালো। এখন দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যাথায় জুলাই অভ্যুত্থানের মূল লক্ষই ব্যর্থ হবে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দেবে না।